Skip to main content

কোষের নামকরণ কে করেন?

 *

কোষের নামকরণ কে করেন?

রবার্ট হুক (Robert Hooke) ১৬৬৫ সালে রয়েল সোসাইটি অব লন্ডন এর যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়েই ভাবলেন আগামী সাপ্তাহিক সভায় উপস্থিত বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। তিনি ভাবলেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটা কিছু করা যায় কিনা। তিনি দেখলেন কাঠের ছিপি (cork) দেখতে নিরেট (solid) অথচ পানিতে ভাসে, এর কারণ কী? তিনি ছিপির একটি পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরী বা প্রকোষ্ঠ (little boxes) দেখতে পেলেন। তখন তাঁর মনে পড়লো আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রিদের থাকার জন্য এমন ছোট ছোট Cell (প্রকোষ্ঠ) তিনি দেখেছেন । জেলখানায় কয়েদিদের জন্য নির্মিত ছোট ছোট প্রকোষ্ঠকেও Cell বলা হয় । এ থেকেই ছিপির little box গুলোকে তিনি নাম দেন Cell বা প্রকোষ্ঠ । তিনি তাঁর পর্যবেক্ষণ Micrographia গ্রন্থে প্রকাশ করেন । পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসহ সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিউয়েনহুক । বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী কোষের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অধিকাংশ কোষ আণুবীক্ষণিক এবং খালি চোখে এসব কোষ দেখা সম্ভব নয়। যদিও অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে

Comments