Skip to main content

বিভিন্ন ব্যাতিক্রমি কোষের উদাহরণ

 *

বিভিন্ন ব্যাতিক্রমি কোষের উদাহরণ

অধিকাংশ কোষই আণুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না। তবে এর কিছুটা ব্যতিক্রমও লক্ষ করা যায় । যেমন :

কোন কোষ খালি চোখে দেখা যায়?

পাখির ডিম একটিমাত্র কোষ দিয়ে গঠিত । হাঁস-মুরগি এবং সকল পাখির ডিম খালি চোখেই দেখা যায় । এছাড়া তুলা বা পাটের আঁশ, তালগাছের আঁশ বেশ লম্বা, খালি চোখে দেখা যায় ।

সবচেয়ে বড় কোষ কোনটি?

উটপাখির ডিম সবচেয়ে বড় কোষ । এর আকার সাধারণত 17 cm x 12.5 cm হয়ে থাকে ।

মানুষের নিউরন কোষ কত লম্বা?

মানুষের নিউরন কোষের দৈর্ঘ্য প্রায় 1.37 মিটার ।

Comments