Skip to main content

কোষের সংজ্ঞা কি?

 *

কোষের সংজ্ঞা কি?

বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী কোষের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন । যেমন :

কোষের সংজ্ঞা কি?

Jean Brachet (1961) এর মতে- "কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক।"

অথবা, কোষ বলতে কি বুঝ?

Loewy and Sickevitz (1969) এর মতে- "কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্ম-জননে সক্ষম।"

অথবা, কোষ কাকে বলে?

De Roberties (1979) এর মতে- "কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক।"

Comments