*
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১ম অধ্যায় - ভৌত জগৎ ও পরিমাপ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন । সূচক ত্রুটি কাকে বলে ?
উত্তর : সাধারণত আলােকীয় বেঞ্চে এ ধরনের ত্রুটি দেখা দেয়। বেঞ্চের উপর দণ্ডায়মান দুটি স্ট্যান্ডের নিম্নপ্রান্তের সূচক দাগের মধ্যবর্তী দূরত্ব এবং উপর প্রান্তে রাখা বস্তুদ্বয় (লেন্স ও পর্দা) এর মধ্যবর্তীর দূরত্ব প্রকৃত দূরত্বের সমান নাও হতে পারে। স্ট্যান্ডদ্বয় ঝুঁকে থাকার কারণে এটা হয়। সেক্ষেত্রে সূচক দাগ দেখে পাঠ নিলে যে ভুল হয় তাকে সূচক ত্রুটি বলে।
প্রশ্ন । স্ক্রু গজ কী?
উত্তর : যে পরিমাপ যন্ত্রে একটি সমব্যাসার্ধের মাইক্রোমিটার স্ক্রু থাকে সেটিই স্ক্রু গজ।
প্রশ্ন । বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
উত্তর : কোনাে সংখ্যাকে 10 এর যেকোনাে ঘাত এবং 1 থেকে 10 এর মধ্যে অপসংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।
প্রশ্ন । ভার্নিয়ার স্কেল কী?
উত্তর : মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে আর একটি সচল স্কেল ব্যবহার। করা হয় । এটিই ভার্নিয়ার স্কেল ।
প্রশ্ন । পদার্থবিজ্ঞান কাকে বলে?
উত্তর : বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি এবং এদের মিথস্ক্রিয়া। সম্পর্কে আলােচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে।
প্রশ্ন । তত্ত্ব কী?
উত্তর : যথােপযুক্ত যুক্তি-প্রমাণ উপস্থাপন, পরীক্ষণ, পর্যবেক্ষণ, ফলাফল বিশ্লেষণের আলােকে যখন একটি ঘটনাকে বিজ্ঞানীদের। সামনে উপস্থাপনের উপযােগী করে প্রকাশ করা হয় তখন তাই তত্ত্ব।
প্রশ্ন । নীতি কী?
উত্তর : নীতি হচ্ছে নিয়ম বা আইন যা অবশ্যই বা সাধারণত মেনে চলতে হয় বা ইচ্ছানুযায়ী মেনে চলতে পারে বা কোনাে কিছুর অপরিহার্য পরিণতি।
প্রশ্ন । অনুকল্প কী?
উত্তর : কোনাে পর্যবেক্ষণ, ঘটনা বা বৈজ্ঞানিক সমস্যার জন্য একটি সম্ভাব্য ব্যাখ্যা যা আরও অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা যায়, তাই অনুকল্প।
প্রশ্ন । লঘিষ্ঠ গণন কাকে বলে?
উত্তর : স্ক্রু-নাট নীতির উপর ভিত্তি করে গঠিত যন্ত্রগুলাের বৃত্তাকার স্কেলের একভাগ ঘুরালে স্কুটি যতটুকু সরে আসে তাকে লঘিষ্ঠ গণন বলে। অর্থাৎ পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ গণন পাওয়া যায়।
প্রশ্ন । ভরের একক 1 কিলােগ্রাম কাকে বলে?
উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরাে অব ওয়েটস এন্ড মেজরস এ রক্ষিত 3.9 cm উচ্চতা ও 39 cm ব্যাস বিশিষ্ট প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে 1 কিলােগ্রাম বলে।
প্রশ্ন । পদ্ধতিগত ত্রুটি কী?
উত্তর : যে সকল ত্রুটি নির্দিষ্ট নিয়ম মেনে বা জানা কারণে উদ্ভূত হয় তাই পদ্ধতিগত ত্রুটি।
প্রশ্ন । ভৌত রাশি কী?
উত্তর : ভৌত জগতের রাশিসমূহই হলাে ভৌত রাশি।
প্রশ্ন । এলােমেলাে বা অনিয়মিত ত্রুটি কী?
উত্তর : বিভিন্ন ধরনের জানা ও অজানা কারণে যন্ত্রের পাঠে এক ধরনের ত্রুটি ঘটে, একে এলােমেলাে বা অনিয়মিত ত্রুটি বলে। এ ত্রুটি কখনও পুরােপুরি দূর করা যায় না।
প্রশ্ন । প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কী?
উত্তর : প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব হছে- কোনাে উৎস থেকে শক্তি নিরবচ্ছিন্নভাবে নিঃসৃত হয় না। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত এবং এগুলাে গুচ্ছ গুচ্ছ আকারে প্যাকেটে বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়।
প্রশ্ন । বিজ্ঞানে দর্শন কী?
উত্তর : দর্শন মানে তত্ত্ব দর্শন অর্থাৎ জগতের ও জীবের স্বরূপ উপলব্ধি। দর্শন একটি সামগ্রিক বা অখণ্ড দষ্টিভঙ্গি থেকে বিষয়বস্তুকে বিচার করে।
প্রশ্ন । আধুনিক পদার্থবিজ্ঞান নামে পরিচিত দুটি মৌলিক তত্ত্ব কী?
উত্তর : আধুনিক পদার্থবিজ্ঞান নামে পরিচিত দুটি মৌলিক তত্ত্ব হচ্ছে ১. আপেক্ষিকতা ও ২. কোয়ান্টাম বলবিদ্যা।
প্রশ্ন । পদার্থবিজ্ঞানের মূলনীতি কী?
উত্তর : ভরের, ভরবেগের এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে পদার্থবিজ্ঞানের মূলনীতি।
প্রশ্ন । মাত্রা কাকে বলে?
উত্তর : কোনাে একটি রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সঙ্কেত ব্যবহার করা হয় তাকে উক্ত রাশির মাত্রা বলে।
প্রশ্ন। এক রেডিয়ান কাকে বলে?
উত্তর : কোনাে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে।
প্রশ্ন । পরিমাপক ত্রুটি কী?
উত্তর : যেকোনাে পরিমাপ যন্ত্রের সাহায্যেই পরিমাপ করা হােক না কেন সব পরিমাপের ফলাফলে কিছুটা অনিশ্চয়তা থাকে একে পরিমাপক ত্রুটি বলে ।
প্রশ্ন । ভৌত জগৎ কী?
উত্তর : যেসব জিনিসে জীবন নেই, তার নাম ভৌত জগৎ।
প্রশ্ন । এস আই একক কী?
উত্তর : International System of Units অর্থাৎ এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে এস আই বলে। এই পদ্ধতির একককে এস আই একক বলে।
প্রশ্ন । ব্যবহারিক একক কী?
উত্তর : কোনাে কোনাে মৌলিক একক খুব বড় বা ছােট হওয়ায় ব্যবহারিক কাজে তাদের উপগুণিতক বা গুণিতককে একক হিসেবে ব্যবহার করা হয়। এর নাম ব্যবহারিক একক।
প্রশ্ন । প্রমাণ বিচ্যুতি কী?
উত্তর : অনেক সময় বিচ্যুতিগুলাের গড় নির্ণয়ের পরিবর্তে তাদের বর্গের গড় বের করে তার বর্গমূল নির্ণয় করা হয় যাকে প্রমাণ বিচ্যুতি বলে।
প্রশ্ন । শূন্যদাগ বা শূন্য ত্রুটি কী?
উত্তর : যন্ত্র তৈরি করার সময় বা দীর্ঘদিন ব্যবহারের ফলে এ ত্রুটির উদ্ভব ঘটে। সাধারণত ভার্নিয়ার স্কেল, সাইড ক্যালিপার্স, স্ক্রু-গজ, স্ফেরােমিটার ইত্যাদির প্রধান স্কেলের শূন্য দাগ যদি ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সাথে না মিলে সামনে বা পিছনে থাকে। তাহলে তাকে শূন্যদাগ বা শূন্য ত্রুটি বলে।
প্রশ্ন । পিচ কী?
উত্তর : স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই স্ক্রুর পিচ।
প্রশ্ন । স্বীকার্য কাকে বলে?
উত্তর : স্বীকার্য হলাে একটি প্রস্তাবনা যার প্রমাণের প্রয়ােজন হয় না, নিজে থেকেই প্রতিষ্ঠিত অথবা সত্য বলে স্বীকার করার কোনাে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং এটি অন্য একটি প্রস্তাবনা প্রমাণের জন্য ব্যবহৃত হয়।
প্রশ্ন । মৌলিক রাশি কাকে বলে?
উত্তর : যেসব রাশি মূল অর্থাৎ স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলাে অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।
প্রশ্ন । লব্ধ একক কী?
উত্তর : যেসব ভৌত রাশির একক স্বাধীন বা নিরপেক্ষ নয় অন্য কোনাে | মৌলিক রাশির এককের উপর নির্ভর করে এবং এক বা একাধিক মৌলিক রাশির এককের গুণফল বা ভাগফল থেকে উৎপন্ন হয় তাই হলাে লব্ধ একক।
প্রশ্ন । স্ফেরােমিটার কী?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে গােলীয় তল তথা গােলকের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করে গােলকের আয়তন ও গােলক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করা যায় তাই স্ফেরােমিটার।
প্রশ্ন । পরিমাপের সূক্ষতা কী?
উত্তর : সূক্ষ্মতা হলাে সঠিক মানের কাছাকাছি মান অথবা পরিমাপের সূক্ষ্মমান । সূক্ষ্মতা প্রকৃতপক্ষে যন্ত্রের সীমাবদ্ধতা নির্দেশ করে।
প্রশ্ন । ভার্নিয়ার ধ্রুবক কী?
উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছােট তার পরিমাণ হলাে ভার্নিয়ার ধুবক। একে। vc দ্বারা প্রকাশ করা হয়।
প্রশ্ন । স্থান কী?
উত্তর : স্থান হলাে বস্তু কর্তৃক অধিকৃত অঞ্চল।
প্রশ্ন । পরিমাপের লম্বন ত্রুটি কাকে বলে?
উত্তর : কোনাে রৈখিক বা বৃত্তাকার স্কেলের পাঠ নেওয়ার সময় দৃষ্টি রেখা স্কেলের তলের সাথে লম্বভাবে প্রক্ষেপণ করতে হয়। অন্যথায় দৃষ্টির দিক পরিবর্তনের সাথে সাথে লক্ষ্যবস্তুর অবস্থানের আপাত পরিবর্তন ঘটে এবং পাঠ নিতে ভুল হয়। একে লম্বন ত্রুটি বলা হয়।
প্রশ্ন । সূত্র কাকে বলে?
উত্তর : কোনাে বৈজ্ঞানিক তত্ত্ব পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক প্রমাণিত হলে যখন একটি উক্তির মাধ্যমে এটিকে প্রকাশ করা হয় তখন তাকে সূত্র বলে।
প্রশ্ন । পিছট ত্রুটি কী?
উত্তর : ভ্রু গজ যন্ত্র ক্রমাগত ব্যবহারের ফলে ফ্লু ক্ষয় হয়ে আলগা হয়ে পড়ে এবং স্কুকে উভয়দিকে একই পরিমাণ ঘুরালে সমান দূরত্ব অতিক্রম করে না, তাই পিছট জুটি।
প্রশ্ন । ভৌত রাশি কী?
উত্তর : ভৌত জগতের রাশিসমূহই হলাে ভৌত রাশি।
প্রশ্ন । মাত্রা সমীকরণ কাকে বলে?
উত্তর : যে সমীকরণ মৌলিক একক এবং লব্দি এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে মাত্রা সমীকরণ বলে ।
প্রশ্ন । এক সেকেন্ড কাকে বলে?
উত্তর : একটি সিজিয়াম 133 পরমাণুর 9192631770 টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে এক সেকেন্ড বলে।
প্রশ্ন । ধারণা কী?
উত্তর : ধারণা হলাে কোনাে বিশেষভাবে নির্দিষ্ট আকস্মিক ঘটনা হতে উদ্ভূত সাধারণ কল্পনা, প্রমাণের বা পরীক্ষার উপর নির্ভরশীল নয় এমন কোনাে কিছু সম্পর্কে সার্বিক উপলব্দি বা বােধগম্যতা হলাে ধারণা।
প্রশ্ন ২২। মৌলিক একক কাকে বলে ?
উত্তর : যেসব মৌলিক ভৌত রাশির একক অনপেক্ষ বা পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদেরকে বলা হয় মৌলিক একক।
প্রশ্ন । গবেষণা কী?
উত্তর : কোনাে বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সে বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ এবং পরীক্ষা-নিরীক্ষা করাই হলাে গবেষণা।
প্রশ্ন । বিজ্ঞান কী?
উত্তর : পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে লন্ধ সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলাে বিজ্ঞান।
প্রশ্ন । পরিমাপ কী?
উত্তর : কোনাে কিছুর পরিমাণ নির্ণয় করাই হলাে পরিমাপ। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের মাপজোখের বিষয়টি হলাে পরিমাপ।
প্রশ্ন । পরিমাপের একক কী?
উত্তর : যেকোনাে পরিমাপের জন্য চাই একটি আদর্শ পরিমাণ, যার সাথে তুলনা করে সকল ভৌত রাশির পরিমাপ করা হয়। পরিমাপের। এ আদর্শ পরিমাণই হলাে পরিমাপের একক।
Comments
Post a Comment