Skip to main content

আদর্শবাদী রাষ্ট্রতত্ত্ব (Normative Political Theory)

*

আদর্শবাদী রাষ্ট্রতত্ত্ব মূলত কতিপয় আদর্শ, মূল্যবোধ ও রাজনৈতিক আচার- আচরণের উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রবিজ্ঞানের বিরাট অংশ জুড়ে রয়েছে আদর্শবাদী রাষ্ট্রতত্ত্ব। অনেকে রাষ্ট্রবিজ্ঞানের এ অংশটিকে রাষ্ট্রীয় দর্শন (Political Philosophy) বলেও আখ্যায়িত করেছেন। প্রাচীন গ্রীসে আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের আলোচনা প্রথমে শুরু হয়। প্লেটোর আদর্শ- রাষ্ট্রতত্ত্ব, টমাস একুইনাসের আইন তত্ত্ব আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের ফসল। আধুনিককালেও ম্যাকিয়াভেলী, লক, রুশো, হেগেল প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদদের দর্শনে আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের সন্ধান মিলে ৷

মানুষ কিভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করবে, রাষ্ট্রনায়কের কি কি গুনাবলী থাকা উচিত, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য কি হবে, কোন পদ্ধতিতে নাগরিকগণ তাদের অধিকার সংরক্ষণ করতে পারে ইত্যাদি আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের প্রধান আলোচ্য বিষয়।

Comments