Skip to main content

রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু নিয়ে ইউনেস্কোর অভিমত

*

রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি সংক্রান্ত বিতর্ক দূর করার লক্ষ্যে ১৯৪৮ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো (UNESCO) একটি সম্মেলনে আলোচনা করে এ অভিমত ব্যক্ত করে যে নিম্নলিখিত চারটি বিষয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত হওয়া উচিৎ। যথা:-
১। রাষ্ট্রতত্ত্ব এবং এর ইতিহাস;
২। রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় সরকার, প্রাদেশিক ও স্থানীয় শাসন প্রণালী এবং বিভিন্ন রাষ্ট্রের তুলনামূলক আলোচনা;
৩। রাজনৈতিক দল, উপদল, শাসনকার্যে নাগরিকের অংশগ্রহণ ও জনমত;
৪। আন্তর্জাতিক আইন ও আর্ন্তজাতিক সংস্থা ।

Comments