*
অতীতে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিকে একই বিষয় হিসেবে বিবেচনা করা হত। প্রাচীন গ্রীক দার্শনিকগণ এই শাস্ত্রকে পলিটিক্যাল ইকোনোমি বলে অভিহিত করেছেন। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অনেক লেখক অর্থনীতিকে একটি পৃথক বিষয় বলে গণ্য করতেন না। তাঁদের মতে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ। কিন্তু বর্তমানে কেউই আর রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিকে একত্রিত বলে বিবেচনা করেন না। আধুনিক অর্থনীতিবিদগণ অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিজ্ঞান বলে দাবী করেন। যদিও রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান । গ্রীক দার্শনিক এরিষ্টটলের “The politics" গ্রন্থটির বিরাট অংশ জুড়ে আছে অর্থনীতির আলোচনা। অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথের The Wealth of Nations এবং জন লকের ‘সরকারের দ্বিতীয় চুক্তি' গ্রন্থদ্বয় রাষ্ট্রনৈতিক অর্থনীতি আলোচনায় সমৃদ্ধ ।
Comments
Post a Comment