Skip to main content

বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা

*

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সুদীর্ঘ আন্দোলন এবং এক রক্ষক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। একথা সত্য যে, স্বাধীনতা লাভ করার চেয়েও দেশগড়া আরও কঠিন কাজ। তাই বাংলাদেশের নাগরিকের জন্য রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন কাজ। এর জন্য দরকার সচেতন উদার দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণের যোগ্যতা সম্পন্ন নাগরিক গোষ্ঠী। রাষ্ট্রবিজ্ঞান পাঠ বাংলাদেশের জনগণের মধ্যে এসকল গুণাবলীর বিকাশ ঘটাতে সক্ষম। দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক গড়ে তুলতে রাষ্ট্রবিজ্ঞান পাঠের ভূমিকা অনস্বীকার্য।

রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন, নাগরিকদের গণতন্ত্রমনা, সহনশীলতা বৃদ্ধিতে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন ও অনুশীলন অপরিহার্য। বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি নাগরিকের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্ত প্রয়োজন ।

বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এখানে সুষম সমাজ ব্যবস্থা এখনও গড়ে উঠেনি। সামাজিক ও অর্থনেতিক জীবনে ঐকমত্য ও সহনশীলতার অভাব খুবই প্রকট। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে সহনশীল সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই মনোভাব ও উদার দৃষ্টিভঙ্গির সূচনা করতে পারে।

Comments