*
প্রায়োগিক বা পরীক্ষালব্ধ রাষ্ট্রতত্ত্বের ভিত্তি হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা। বাস্তব ঘটনাবলী এবং পর্যবেক্ষণযোগ্য বিষয়াদি হচ্ছে এই ধরণের রাষ্ট্রতত্ত্বের মূল বিষয়বস্তু। এ তত্ত্বের বিভিন্ন পর্যায় রয়েছে। পর্যায়গুলো পরস্পর সম্পর্কযুক্ত। উল্লেখযোগ্য পর্যায়গুলো হলো:
১। সমস্যা নির্ধারণ;
২। পর্যবেক্ষণ;
৩। সাধারণ সূত্র আবিস্কার;
সাধারণ সূত্রসমূহের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োগক এরিষ্টটলের বাস্তববাদী দৃষ্টি ভঙ্গি এর প্রকৃত উদাহরণ। বলাবাহুল্য, রাষ্ট্রতত্ত্বের পরীক্ষালব্ধ অংশ নিয়েই 'রাষ্ট্রবিজ্ঞান' গড়ে উঠেছে। এভাবে বলা যায় ভাববাদী বা আদর্শ নির্ভর রাষ্ট্রতত্ত্ব রাজনৈতিক দর্শনের অংশ।
Comments
Post a Comment