Skip to main content

ক্রসিংওভার কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করে?

*

ক্রসিংওভারের সময় প্রথমে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। জিন-এর বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। নন-সিস্টার ক্রোমাটিড এক বা একাধিক স্থানে যুক্ত হয়ে কায়াজমা গঠন করে। কায়াজমা অংশে ক্রোমাটিড ভেঙ্গে যায় এবং জোড়া লাগার সময় একটি ভাঙ্গা অংশ অন্য ক্রোমাটিডের সাথে যুক্ত হয়।

Comments