Skip to main content

ফ্লিপ ফ্লপ চলন বলতে কী বোঝায়?

*

প্লাজমামেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী, মেমব্রেনের অর্ধতরল সংগঠনে লিপিড অণুগুলো সর্বদাই নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। এ ঘটনাই হলো ফ্লিপ ফ্লপ চলন। এই চলন ফ্লুইড মোজাইক মডেলকে বিশেষভাবে সমর্থন করে।

Comments