*
লন রােলারকে ঠেলার সময় প্রযুক্ত বলের উল্লম্ব উপাংশ নিচের দিকে ক্রিয়া করে। ফলে রােলারটি প্রকৃত ওজনের চেয়ে ভারী মনে হয়। অন্যদিকে রােলারটিকে টানার সময় এর উপর প্রযুক্ত বলের উল্লম্ব উপাংশ উপরের দিকে হওয়ায় এটি রােলারের ওজন কমিয়ে দেয়। ফলে লন রােলার ঠেলার চেয়ে টানা সহজ হয়।
Comments
Post a Comment