Skip to main content

প্রাণিবিদ্যার জনক কে?

 *

প্রাণিবিদ্যার জনক কে?

গ্রিক দার্শনিক অ্যারিস্টটল (Aristotle, খৃষ্টপূর্ব ৩৮৪-৩২২) সর্বপ্রথম প্রাণিদের এ ভিন্নতাকে লক্ষ করে প্রাণিবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হন । এ জন্য তাঁকে 'প্রাণিবিদ্যার জনক' বলা হয় । তিনিই প্রথম প্রাণীর বৈশিষ্ট্যগত সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিবেচনা করে প্রাণিকূলকে শ্রেণিবিন্যস্ত করতে উদ্যোগী হন । যেমন: তিনি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণিদের Enaima ও লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণিদের Anaima নামে দুটি দলে ভাগ করেন। পরবর্তীতে Enaima-কে প্রজনন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে ডিম্বজ (যারা ডিম পাড়ে, যেমন: মাছ, উভচর, সরীসৃপ ও পাখি) এবং জরায়ুজ (ধারা সন্তান প্রসব করে, যেমন: স্তন্যপায়ী) এ রকম দুটি দলে ভাগ করা হয়। আবার অমেরুদণ্ডী Anaima দলভূক্ত প্রাণিদেরকেও কোষের সংখ্যা, বাহ্যিক আকার, সিলোম ও পরিপাকতন্ত্রের উপস্থিতিসহ আরো নানান বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি পর্বে বিভক্ত করা হয়। প্রথম দিকে প্রাণীর এ ভিন্নতাকে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখা হলেও পরবর্তীতে আরো নানা বিষয় যেমন-প্রাণীর বাসস্থান, জিনতত্ত্ব, কোষ ও টিস্যুতন্ত্র, ভ্রুণতত্ত্ব, অভ্যন্তরীণ অঙ্গসংস্থান ইত্যাদিও প্রাণীর ভিন্নতার কারণ হিসেবে পরিগণিত হয় ।

Comments