*
স্রোতযুক্ত নদীতে নৌকার চেয়ে স্রোতের বেগ বেশি হলে নৌকাটি ওপারে পৌছাতে পারবে না কারণ ভেক্টরের নিয়ম অনুযায়ী স্রোতের বেগ শুধু কার্যকর হবে ফলে নৌকাটি সােজা স্রোত বরাবর চলতে থাকবে। ফলে স্রোতযুক্ত নদীতে ওপারে যেতে নৌকার বেগ স্রোতের চেয়ে অধিক হতে হবে।
Comments
Post a Comment