Skip to main content

বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরােহী বাতাসের ঝাপটা অনুভব করেন কেন?

 *

বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরােহী বাতাসের ঝাপটা অনুভব করেন কেন? ব্যাখ্যা কর। 

বায়ুপ্রবাহ না থাকলেও সেখানে বায়ুর উপস্থিতি বিদ্যমান। ফলে একজন সাইকেল আরােহী যখন স্থির বায়ুর মধ্যদিয়ে সাইকেলে আরােহন করে তখন বায়ুর পরম গতিশূন্য হলেও আরােহীর সাপেক্ষে বায়ুর আপেক্ষিক বেগ থাকে। এজন্য আরােহী বাতাসের ঝাপটা অনুভব করেন।

Comments