Skip to main content

প্রাণিবৈচিত্র্য কত প্রকার?

 *

প্রাণিবৈচিত্র্য কত প্রকার?

জীববিজ্ঞানীরা এ পর্যন্ত ২৭০,০০০ ভাস্কুলার উদ্ভিদ এবং ১৫ লক্ষেরও বেশি প্রাণীর প্রজাতি শনাক্ত করেছেন। এসব প্রজাতির মধ্যে নানা কারণে ভিন্নতা দেখা যায় । দেহের গঠন, বসতি নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্যগ্রহণ, প্রজনন, পরিযান (migration) সহ আরও অনেক বিষয়ে প্রাণিদের বৈচিত্র্য সুস্পষ্ট । বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এই প্রাণিবৈচিত্র্য তিন প্রকার । যথা :

১. জিনগত বৈচিত্র্য

২. প্রজাতি বৈচিত্র্য 

৩. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য

Comments