Skip to main content

ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বােতলের মুখ খােলা বা বন্ধ করা যায়- ব্যাখ্যা কর।

 *

ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বােতলের মুখ খােলা বা বন্ধ করা যায়- ব্যাখ্যা কর। 

ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে বামদিকে ঘুরালে স্ক্রুটি উপরের দিকে অগ্রসর হয়। আবার ডানদিকে ঘুরালে স্ক্রুটি নিচের দিকে নামতে থাকে । একইভাবে বােতলের ছিপি বামদিকে ঘুরালে ছিপিটি বাইরের দিকে অগ্রসর হয়ে মুখ খুলে দিকে যায়। অনুরূপভাবে, বােতলের ছিপি ডানদিকে ঘুরালে সেটি ভিতরের দিকে অগ্রসর হয়ে মুখ বন্ধ হয়ে যায়। অতএব বলা যায়, ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বােতলের মুখ খােলা বা বন্ধ করা যায়।

Comments