*
জীববিজ্ঞান ১ম পত্র
৮ম অধ্যায় - টিস্যু ও টিস্যুতন্ত্র
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১) ভাজক টিস্যুর দুইটি বৈশিষ্ট্য লিখ।
উ: ভাজক টিস্যুর দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপ -
- ভাজক টিস্যুর কোষগুলাে বিভাজনে সক্ষম।
- ভাজক টিস্যুর নিউক্লিয়াস বৃহদাকার, কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে এবং এদের মধ্যে কোনাে আন্তঃকোষীয় ফাঁক থাকে না।
২) শীর্ষস্থ ভাজক টিস্যু বলতে কি বুঝ?
উ: যেসকল ভাজক টিস্যু কাণ্ড, শাখা-প্রশাখা বা মূলের শীর্ষে থাকে তাদেরকে শীর্ষস্থ ভাজক টিস্যু বলে। এগুলাে প্রারম্ভিক ও প্রাইমারি ভাজক টিস্যুতে গঠিত। সপুষ্পক উদ্ভিদে এরা একগুচ্ছ কোষ দিয়ে গঠিত। শীর্ষস্থ ভাজক টিস্যু বিভাজিত হয়ে প্রাথমিক স্থায়ী টিস্যু গঠন করে এবং অঙ্গের দৈর্ঘ্যবৃদ্ধি ঘটায়।
৩) গৌণ ভাজক টিস্যু বলতে কি বুঝ?
উ: স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতাপ্রাপ্ত হয়ে যে ভাজক টিস্যুর সৃষ্টি করে তাকে সেকেণ্ডারি ভাজক টিস্যু বলে। জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে, দুটি ভাস্কুলার বাণ্ডলের মধ্যবর্তী স্থানে, কর্টেক্সে এদের অবস্থান। সেকেণ্ডারি ভাজক টিস্যুর কার্যকারিতায় উদ্ভিদ ভুলত্বে বৃদ্ধি লাভ করে এবং ক্ষতস্থান পূরণ করে। কর্ক ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ইত্যাদি সেকেন্ডারি ভাজক টিস্যু।
৪) ভাস্কুলার বাঙল বলতে কী বুঝায়?
উ: উদ্ভিদদেহের অভ্যন্তরে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু এককভাবে অথবা যুক্তভাবে গুচ্ছাকারে বা বাণ্ডল আকারে অবস্থান করলে জাইলেম ফ্লোয়েমের এরূপ গুচ্ছ বা বালকে ভাস্কুলার বাণ্ডল বলে। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল ইত্যাদি অংশে ভাস্কুলার বান্ডল বিদ্যমান।
৫) পরিবহন টিস্যু বলতে কী বুঝ?
উ: উদ্ভিদদেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল (পানি, খনিজ লবণ ইত্যাদি) ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাকে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু বলে। জাইলেম মূল হতে পাতা ও অন্যান্য সবুজ অংশে পানি ও খনিজ লবণ পরিবহন করে। অপরদিকে ফ্লোয়েম টিস্যু পাতা ও অন্যান্য সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য উদ্ভিদদেহের অন্যান্য সজীব অংশে পরিবহন করে।
৬) সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলতে কী বুঝ?
উ: যে ভাস্কুলার বাণ্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বাঙল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বাণ্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বাণ্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকে (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বাণ্ডল উপস্থিত।
৭) ক্যাসপেরিয়ান স্ট্রিপ/ফিতা কী?বলতে কি বুঝ?
উ: কর্টেক্সের নিচে এবং স্টিলির বাইরে একস্তর বিশিষ্ট টিস্যু হচ্ছে এন্ডােডার্মিস। একসারি ঘন সন্নিবিষ্ট সজীব পিপাকৃতি কোষগুলাের ভিতরের প্রাচীর ফিতার ন্যায় লিগনিন ও সুবেরিনের আস্তরণ দিয়ে আবৃত থাকে। এর আবিষ্কারক বিজ্ঞানী ক্যাসপেরির নাম অনুসারে একে ক্যাসপেরিয়ান ফিতা বলে।
৮) পাতার যে রন্ধ্রপথে পানি বাষ্পাকারে বের হয় তার কাজ লেখ।
উ: পাতার যে রন্ধ্রপথে পানি বাম্পাকারে বের হয় তার নাম হলাে পত্ররন্ধ্র। নিচে পত্ররন্ধ্রের কাজ উল্লেখ করা হলাে -
- উদ্ভিদের ভেতরে ও বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান-প্রদান করাই এর কাজ।
- সালােকসংশ্লেষণের সময় রন্ধ্রপথে বায়ু হতে CO2 গ্যাস গ্রহণ ও O2 গ্যাস ত্যাগ করে।
- শ্বসনের সময় রন্ধ্রপথে বায়ু হতে O2 গ্যাস গ্রহণ করে ও CO2 গ্যাস ত্যাগ করে।
৯) আন্তঃকোষীয় ফাঁকাবিহীন টিস্যুর দুটি বৈশিষ্ট্য লিখ।
উ: আন্তঃকোষীয় ফাঁকাবিহীন টিস্যু হলাে ভাজক টিস্যু। নিচে ভাজক টিস্যুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলাে -
- কোষগুলাে জীবিত, অপেক্ষাকৃত ছােট এবং সমব্যাসীয়।
- ভাজক টিস্যুর কোষগুলাে সর্বদাই বিভাজন ক্ষমতাসম্পন্ন।
১০) জাইলেম Exarch ও Endarch বলতে কী বােঝ?
উ: জাইলেম টিস্যুর কিছু ভেসেল কোষ সরু গর্তযুক্ত হয়, আবার কিছু ভেসেল কোষ বড় গর্তযুক্ত হয়। সরু গর্তযুক্ত ভেসেল কোষকে প্রােটোজাইলেম এবং বড় গর্তযুক্ত ভেসেল কোষকে মেটাজাইলেম বলে। উদ্ভিদের কাণ্ডের ভাস্কুল বাণ্ডলে প্রােটোজাইলেম কেন্দ্রের দিকে এবং মেটাজাইলেম পরিধির দিকে বিন্যস্ত থাকে। একে বলে জাইলেম Exarch। আর মূলের ক্ষেত্রে প্রােটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে। একে বলে জাইলেম Endarch।
১১) হাইডাথােড বলতে কী বুঝায়?
উ: কিছু উদ্ভিদের পাতার কিনারা ও শীর্ষে তরল আকারে পানি নির্মোচনের যে বিশেষ ধরনের রন্ধ্র থাকে তাকে পানি পত্ররন্ধ্র বা হাইডাথােড বলে। হাইডাহােড় দিয়ে পানি বের হওয়াকে নির্গমন বা চোয়ানাে বা গ্যাটেশন বলে। এ শীর্ষে রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত একটি রন্ধ্র থাকে, রন্ধ্রের নিচে একটি পত্ররন্দ্রীয় গহ্বর ও গহ্বরের নিচে এপিথেলিয়াম নামক অনেকগুলাে অসংলগ্ন কোষ থাকে। কচুরিপানা, ঘাস, টমেটো, কচু, প্রিমুলা ইত্যাদি উদ্ভিদে এটি দেখা যায়।
১২) গ্যাটেশন বলতে কী বুঝ?
উ: টমেটো, কচু, ঘাস, প্রিমুলা ও অন্যান্য কিছু উদ্ভিদের পাতার কিনারা ও শীর্ষে তরল আকারে পানি নির্মোচনের যে বিশেষ ধরনের রন্ধ্র থাকে তাকে পানি পত্ররন্ধ্র বা হাইডায়ােড বলে। হাইডাথােড দিয়ে পানি বের হওয়াকে নির্গমন বা চোয়ানাে বা গ্যাটেশন বলে।
১৩) এপিডার্মাল টিস্যুতন্ত্র বলতে বা বুঝ?
উ: যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের প্রাথমিক গঠন সৃষ্টিতে অংশ নেয় এবং উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে তাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলে। কাণ্ড, পাতা ও ফুলের বিভিন্ন অংশের ত্বক, বিটপের প্রােটোডার্ম থেকে এবং মূলের মূলত্রে আবৃত অংশের শীর্ষ ভাজক টিস্যুর একটি কোষস্তর থেকে এর উৎপত্তি হয়। এপিডার্মাল টিস্যু তন্ত্র উদ্ভিদের ত্বক, ত্বকীয় উপবৃদ্ধি এবং রন্ধ্র নিয়ে গঠিত।
১৪) স্থায়ী টিস্যুর প্রকারভেদ লিখ।
উ: যে টিস্যুর কোষগুলাে বিভাজনে অক্ষম তাকে স্থায়ী টিস্যু বলে। গঠন ও কাজের ভিত্তিতে এটি তিন প্রকার। যথা -
- সরল টিস্যু
- জটিল/যৌগিক টিস্যু
- ক্ষরণকারী/নিঃস্রাবী টিস্যু
১৫) পানি পত্ররন্ধ্রের কাজ লিখ।
উ: পানি পত্ররন্ধের কাজ নিম্নরূপ -
- হাইডাথোড দিয়ে সরাসরি পানি নির্গমন ঘটে।
- পানি নির্গমনের সময় লবণের মুক্তি ঘটে।
- প্রস্বেদন কম হলে পানি নির্গমন বেশি হয়।
১৬) ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য লেখ।
উ: ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্য নিচে উল্লেখ করা হলাে -
- ভাজক টিস্যু - কোষগুলাে বিভাজনে সক্ষম .\/\/\/. স্থায়ী টিস্যু - কোষগুলাে বিভাজনে অক্ষম
- ভাজক টিস্যু - নিউক্লিয়াস আকারে বড় .\/\/\/. স্থায়ী টিস্যু - নিউক্লিয়াস আকারে ছােট
- ভাজক টিস্যু - নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে .\/\/\/. স্থায়ী টিস্যু - নিউক্লিয়াস এক পার্শ্বে অবস্থান করে
১৭) একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ।
উ: একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য হলাে -
- মূলত্বকে কিউটিকল অনুপস্থিত ও এককোষী রােম যুক্ত।
- হাইপােডার্মিস বা অধঃত্বক নেই।
- ভাস্কুলার বাণ্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত।
- মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রােটোজাইলেম পরিধির দিকে অবস্থিত।
১৮) জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন?
উ: জাইলেম টিস্যু মূল হতে পাতা ও অন্যান্য সবুজ অংশে পানি ও খনিজ লবণ পরিবহন করে, আবার পাতা ও অন্যান্য সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য উদ্ভিদদেহের অন্যান্য সজীব অংশে পরিবহন করে ফ্লোয়েম টিস্যু। তাই জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়।
১৯) এন্ডােডার্মিসকে ক্যাসপেরিয়ান ফিতা বলা হয় কেন?
উ: কর্টেক্সের নিচে এবং স্টিলির বাইরে একস্তর বিশিষ্ট টিস্য হচ্ছে এন্ডােডার্মিস। একসারি ঘন সন্নিবিষ্ট সজীর পিপাকৃতি কোষগুলাের ভিতরের প্রাচীর ফিতার ন্যায়, লিগনিন ও সুবেরিনের আস্তরণ দিয়ে আবৃত থাকে। এর আবিষ্কারক বিজ্ঞানী ক্যাসপেরির নাম অনুসারে একে ক্যাসপেরিয়ান ফিতা বলে।
২০) উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে কীভাবে?
উ: বিভাজনক্ষম ভাজক টিস্যুর মাধ্যমে নতুন কোষ তৈরি হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর নতুন কোষ সৃষ্টি হয়। ক্যাম্বিয়াম কেন্দ্রের দিকে নতুন জাইলেম এবং পরিধির দিকে নতুন ফ্লোয়েম। টিস্যুর কোষ তৈরির ফলে পরিণত কাণ্ড ও মূল প্রস্থে বৃদ্ধি পায় অর্থাৎ মােটা হতে থাকে। এভাবে
উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে।
Comments
Post a Comment