Skip to main content

টিস্যু ও টিস্যুতন্ত্র - জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

*

জীববিজ্ঞান ১ম পত্র
 ৮ম অধ্যায় - টিস্যু ও টিস্যুতন্ত্র
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১) এপিডার্মিস কী?
উ: উদ্ভিদের বাইরের ত্বককে এপিডার্মিস বা ত্বক বলে।

২) টটিপােটেন্সি কী?
উ: উদ্ভিদের যেকোনাে বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাই হলাে টটিপােটেন্সি।

৩) পেরিসাইকল কী?
উ: অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকেল বলে।

৪) ক্যাম্বিয়াম কী?
উ: উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলাে ক্যাম্বিয়াম।

৫) লেন্টিসেল কী?
উ: এপিডার্মাল টিস্যুতে লেন্স আকৃতির রন্ধ্রের নিচে অবস্থিত কশ্লিমেন্টারি কোষের অঞ্চলকে মিলিতভাবে লেন্টিসেল বলে।


৬) মেরিস্টেম কী?
উ: উদ্ভিদের বিভাজনরত অঞ্চল যেখানে ভাজক টিস্যু বিদ্যমান সেই অঞ্চলকে মেরিস্টেম বলে।

৭) স্টোমাটা কী?
উ: উদ্ভিদের সবুজ অংশের ত্বকে, কচিকাণ্ড ও পাতার দুটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ দ্বারা বেষ্টিত ক্ষুদ্র ছিদ্রকে পত্ররন্ধ্র বা স্টোম্যাটা বলা হয়।

৮) প্রােটোডার্ম কী?
উ: যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রােটোডার্ম বলে।

৯) কর্টেক্স (Cortex) কী?
উ: অধঃত্বকের নিচ হতে আরম্ভ করে পেরিসাইকলের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে।

১০) ক্যাসপারিয়ান স্ট্রিপ কী?
উ: কোষপ্রাচীরের উপর সুবেরিন ও লিগনিন জাতীয় পদার্থের আবরণ হলাে ক্যাসপারিয়ান স্ট্রিপ।


১১) সেকেন্ডারী ভাজক টিস্যুর একটি উদাহরণ লিখ।
উ: সেকেন্ডারী ভাজক টিস্যুর একটি উদাহরণ হলাে কর্ক ক্যাম্বিয়াম। 

১২) স্টিলি কী?
উ: স্টিলি হচ্ছে একটি অঞ্চল যা পেরিসাইকল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত বিস্তৃত।

১৩) রিব ভাজক টিস্যু কাকে বলে?
উ: যে ভাজক টিস্যুর কোষগুলাে একটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলাে রৈখিক সজ্জাক্রমে একসারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাজরের ন্যায় দেখায়, তাকে রিব ভাজক টিস্যু বলে।

১৪) প্লেট মেরিস্টেম কাকে বলে?
উ: যে ভাজক টিস্যুর কোষ মাত্র দুই তলে বিভাজিত হয়, ফলে কোষগুলাে প্লেটের মতাে হয় তাকে প্লেট মেরিস্টেম টিস্যু বলে।

১৫) মেসার্ক কী?
উ: উদ্ভিদের অন্তর্গঠনে প্রােটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্রে ও পরিধির দিকে অবস্থান করাই হলাে মেসার্ক।


১৬) পানি পত্ররন্ধ্র কী?
উ: পানি পত্ররন্ধ্র বা হাইডাহােড় এক বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ।

১৭) এপিরেমা কী?
উ: মূলের বাইরের ত্বককে এপিব্লেমা বলে।

১৮) বান্ডলশিথ কী?
উ: প্রতিটি ভাস্কুলার বান্ডলের চারপাশে স্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত আবরণীকে বান্ডলশিথ বলে ।

১৯) টিস্যু কী?
উ: একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছই হলাে টিস্যু ।

২০) স্থায়ী টিস্যু কাকে বলে?
উ: যেসব টিস্যু বিভাজনে অক্ষম ও কোষ প্রাচীর পুরু উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে তাদের স্থায়ী টিস্যু বলে।


২১) গ্রাউন্ড মেরিস্টেম কাকে বলে?
উ: শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বিভাজিত হয়ে কন্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে।

২২) রক্ষী কোষ কী?
উ: পত্ররন্ধ্র বেষ্টন করে অর্ধচন্দ্রাকার যে দুটি কোষ থাকে তাই রক্ষী কোষ।

২৩) ভাজক টিস্যু কাকে বলে?
উ: যে টিস্যুর কোষগুলাে সর্বদা বিভাজনক্ষম থাকে তাকে ভাজক টিস্যু বলে।

২৪) মাস ভাজক টিস্যু কাকে বলে?
উ: যে সকল ভাজক টিস্যুর কোষগুলাে তিনটি বা সকল তলে বিভাজিত হয়, তাকে মাস ভাজক টিস্যু বলে।

২৫) পানির বা হাইডাথােড কাকে বলে?
উঃ পাতার কিনারা বা অগ্রপ্রান্তে অবস্থিত পানি বহিঃক্ষরণকারী ছিদ্রপথকে হাইডায়ােড বা পানি রন্ধ্র বলে। যেমন- কচু, টমেটো।


২৬) ট্রাইকোম কী?
উ: ট্রাইকোম হলাে একটি এপিডার্মাল উপাঙ্গ যা এপিডার্মিস বা ত্বক হতে উদগত হয়।

২৭) পরিবহন টিস্যু কী?
উ: জাইলেম ও ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত টিস্যুই হচ্ছে পরিবহন টিস্যু।

২৮) হার্ড রাস্ট বা গুচ্ছটুপি কাকে বলে?
উ: ফ্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে এটিকে হার্ড ব্লাস্ট বা গুচ্ছটুপি 
বলে।

২১) মজ্জা কী?
উ: পরিবহন টিস্যু দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশটিই হচ্ছে মজ্জা।

৩০) কিউটিকল কী?
উ: কিউটিনযুক্ত কোষ প্রাচীরই হচ্ছে কিউটিল।


৩১) ভাস্কুলার বান্ডল কী নিয়ে গঠিত?
উ: ভাস্কুলার বান্ডল জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত।

৩২) জাইলেম কাকে বলে?
উ: যে জটিল টিস্যু উদ্ভিদের মূলরােম কর্তৃক শােষিত পানি ও খনিজ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, তাকে জাইলেম বলে।

Comments