Skip to main content

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ - অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

*

জীববিজ্ঞান ১ম পত্র
 ৭ম অধ্যায় - নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১) নগ্নবীজী উদ্ভিদে ফল সৃষ্টি না হওয়ার কারণ কী?
উ: নগ্নবীজী উদ্ভিদে গর্ভাশয় থাকে না, ডিম্বকগুলাে মেগাস্পােরােফিলের উপর নগ্ন অবস্থায় থাকে এবং নিষেকের পর তা ফলহীন নগ্নবীজে পরিণত হয়। তাই নগ্নবীজী উদ্ভিদে ফল সৃষ্টি হয় না।

২) Cycas-কে পামফার্ন বলা হয় কেন?
উ: Cycas স্পােরােফাইটিক, বৃক্ষ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ। উদ্ভিদ বহুবর্ষজীবী এবং দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এটি দেখতে অনেকটা পাম জাতীয় উদ্ভিদ বা বৃক্ষ ফার্নের মতাে বলে একে পামফার্ন বলা হয়।

৩) cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
উ: অতীতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ যার নিদর্শন একমাত্র জীবাশ্মে পাওয়া যায় এর সাথে জীবন্ত কোনাে প্রজাতির সাদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলে। Cycadoles বর্গের অন্তর্গত বেশ কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে যা পৃথিবীতে মেসােজোয়িক যুগে বর্তমান ছিল। কিন্তু বর্তমানকালে জীবিত নগ্নবীজী উদ্ভিদ Cycas এর অতীতে বিলুপ্ত সাইকাডােফিলিকেলিস ও বেনিটাইটেলিস বর্গের অন্তর্গত উদ্ভিদ প্রজাতির সাথে অনেক মিল থাকায় সাইকাসকে (Cycas) জীবন্ত জীবাশ্ম বলা হয়।

৪) জীবন্ত জীবাশ্ম বলতে কী বুঝ?
উ: বর্তমানকালের কোনাে জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনাে জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন- Cycas একটি জীবন্ত জীবাশ্ম।


৫) সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন?
উ: Cycas এর প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধানমূল বিনষ্ট হওয়ার পর সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল খাড়াভাবে বর্ধিত ছােট ছােট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলাে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এদের শীর্ষে স্ফীত হয়। এসময় Nostoc, Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে। যার ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতিগত কারণে Cycas এর এ মূলকে কোরালয়েড মূল বলে।

৬) পুষ্প প্রতীক বলতে কী বুঝ?
উ: যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃঅক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলাের অবস্থান, সংখ্যা, সমসংযােগ, অসমসংযােগ, পুষ্পপত্র বিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানাে হয় তাকে পুষ্প প্রতীক বলে। পুষ্প প্রতীক মােটামুটিভাবে বৃত্তাকার দেখানাে হয়।

৭) পুষ্প সংকেত বলতে কী বুঝায়?
উ: যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা যেমন স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলােকে সরল রূপরেখায় প্রদর্শন করা হয় তাই পুষ্প সংকেত। পুষ্প সংকেত লিখতে হলে কতকগুলাে নির্দিষ্ট বর্ণমালা ও সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়।

৮) অমরাবিন্যাস বলতে কী বুঝায়?
উ: গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে অমরা বলে। গর্ভাশয়ের ভেতরে অমরা বিন্যাস পদ্ধতিকে বলা হয় অমরাবিন্যাস। অমরাবিন্যাস বিভিন্ন প্রকার হতে পারে। যেমন একপ্রান্তীয়, অক্ষীয়, বহুপ্রান্তীয়, গাত্রীয়, শীর্ষক, মূলীয় এবং মুক্তমধ্য।


১০) গর্ভপাদ পুষ্প বলতে কী বােঝ?
উ: গর্ভপাদ পুষ্প হলাে এক ধরনের সন্নিবেশ যেখানে পুষ্পক্ষ উত্তলাকার, মােচাকৃতির বা চ্যাপ্টা হয়। গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে এবং এর নিচে পুংস্তবক, দলমণ্ডল ও বৃত্তি পর্যায়ক্রমে সন্নিবিষ্ট থাকে। এ ধরনের ফুলের গর্ভাশয়কে অধিগর্ভ গর্ভাশয় বলে। যেমন- জবা, ধুতুরা, ধান, সরিষা ইত্যাদি।

১১) স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস বলতে কী বুঝ?
উ: মুকুলাবস্থায় পুষ্পের বৃত্যাংশগুলাে অথবা পাপড়িগুলাে পরস্পরের সাথে যেভাবে বিন্যস্ত থাকে তাই হলাে পুষ্পপত্রবিন্যাস। আর স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস হলাে এক বিশেষ ধরনের পুষ্পপত্রের সজ্জারীতি। এক্ষেত্রে মঞ্জরীদণ্ড সংক্ষিপ্ত হয় এবং গােড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক গুল্ম, উপরে একটি সপুষ্পক গুল বা লেমা থাকে এবং এর উপরে বিপরীত টিকে অবস্থান করে একটি প্যালিয়া। ধান, গম, ভুট্টা প্রভৃতিতে স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায়।

১২) কোরালয়েড মূল কি ব্যাখ্যা কর।
উ: Cycas-এর প্রধান মূলটি ক্ষণস্থায়ী যা নষ্ট হয়ে যাওয়ার পর কিছু অস্থানিক মূল সৃষ্টি হয়ে মাটির উপরে চলে আসে ও ক্রমাগত দ্ব্যগ্রভাবে শাখান্বিত হতে থাকে। এ অবস্থায় এরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে শীর্ষদেশ স্ফীত হয়। এ সময় মূলের অভ্যন্তরে Nostoc, Anabaena নামক সায়ানােব্যাকটেরিয়া মূলে প্রবেশ করে। ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে সমুদ্রের প্রবাল বা কোরালের আকৃতি ধারণ করে। আকৃতিগত কারণে এদের কোরালয়েড মূল বলে।

১৩) Cycas এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।
উ: Cycas-এর অর্থনৈতিক গুরুত্ব নিম্নরূপ Cycas কে শােভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে প্রায় সব বাগানেই লাগানাে হয়। এর পাতা ঘর সাজানাের কাজে এবং বিভিন্ন অনুষ্ঠানে ঘর সাজানাের কাজে ব্যবহার করা হয়। Cycas এর পাতা দিয়ে সুন্দর মাদুর তৈরি করা হয়। ফুলের ডালি ও তােরন সাজাতেও Cycas-এর কচি পাতা ব্যবহৃত হয়ে থাকে।


১৪) সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য লিখ।
উ: সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য -
  • Cycas ও ফান উভয়ই স্পােরােফাইট। দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
  • পাতা পক্ষল যৌগিক।
  • উভয়ের কচি পাতা কুণ্ডলিত।
  • উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত।

১৫) পুষ্পপত্রবিন্যাস বলতে কী বুঝ?
উ: মুকুলাবস্থায় বৃত্যাংশগুলাে (অথবা পাপড়িগুলাে) পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এটিভেশন বা পুষ্পপত্রবিন্যাস। পুষ্পপত্রবিন্যাস কয়েক প্রকার হতে পারে। যেমন- ওপেন, ভালভেট, টুইস্টেড, ইন্ত্রিকেট, কুইনকানসিয়াল, ভেসিলারি।

১৬) Poaceae গােত্রের চারটি বৈশিষ্ট্য লিখ।
উ: Poaceae গােত্রের চারটি বৈশিষ্ট্য নিম্নরূপ -
  • কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা।
  • পুষ্পবিন্যাস (মঞ্জরী) স্পাইকলেট।
  • পরাগধানী সর্বমুখ।
  • গর্ভমুক্ত পালকের ন্যায়, গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট।

১৭) Poaceae গােত্রের কয়েকটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উ: Poaceae গােত্রের কয়েকটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম নিম্নরূপ -
  • ধান- Oryza sativa
  • গম - Triticum aestivum
  • ভুট্টা - Zea mays
  • আখ - Saccharum officinarum


১৮) মঞ্জরীপত্র বলতে কী বুঝ?
উ: যেকোনাে একটি উদ্ভিদ লক্ষ করলে দেখা যাবে এক বা একাধিক পুষ্প একটি বিশেষ শাখা বা অক্ষের উপর সাজানাে আছে। এ অক্ষটিকে মঞ্জরীদণ্ড বলে। বিশেষ ধরনের পরিবর্তিত পাতার কক্ষে মঞ্জরীদণ্ড উৎপন্ন হয়। এ বিশেষ ধরনের পরিবর্তিত পাতাকেই মঞ্জরীপত্র বলে।

১৯) cycas একটি নগ্নবীজী উদ্ভিদ ব্যাখ্যা কর।
উ: Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। কারণ এ উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের ফুল হয়, বীজও হয় কিন্তু ফল হয় না। ফল হয় না বলে এদের বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত দেহের ভিতর পরিবহন টিস্যু আছে তাই Cycas নগ্নবীজী উদ্ভিদ।

২০) Malvaceae-গােত্রের কয়েকটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
উ: Malvaceae গােত্রের কয়েকটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম নিম্নরূপ -
  • জবা - Hibiscus rosa sinensis
  • ঢেঁড়স - Abelmoschus esculentus
  • কার্পাস - Gossypium herbaceum
  • স্থলপদ্ম - Hibiscus mutabilis

২১) দ্বিবীজপত্রী উদ্ভিদ সর্বাপেক্ষা উন্নত কেন?
উ: দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নিম্নরূপ
  • দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বীজপত্র থাকে।
  • দ্বিবীজপত্রী উদ্ভিদ বীরুৎ, গুল্ম বা বৃক্ষ জাতীয় সব রকমেরই হয়ে থাকে।
  • ফল গঠিত হয়, বীজ ত্বক ও ফলত্বক আলাদা।
উপরিউক্ত বৈশিষ্ট্যগুলাের জন্য দ্বিবীজপত্রী উদ্ভিদ সর্বাপেক্ষা উন্নত।


২২) সাইজোকার্প বলতে কী বুঝ?
উ: সাইজোকার্প ফল বিদারী ও অবিদারী ফলের মধ্যবর্তী। এ ধরনের ফল একাধিক অবিদারী খণ্ডে বিদীর্ণ হয় এবং প্রতিটি অবিদারী খণ্ড সাধারণত একটি বীজযুক্ত হয়। সাইজোকাৰ্পকে ভেদক ফল বলে।

Comments