Skip to main content

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স - জ্ঞান ও অনুধাবনের গুরুত্বপূর্ণ টপিক

*

পদার্থবিজ্ঞান ২য় পত্র
১০ম অধ্যায় - সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
জ্ঞান ও অনুধাবনের কিছু গুরুত্বপূর্ণ টপিক/প্রশ্ন
  1. বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ও এদের বেস(Base) 
  2. সংখ্যা পদ্ধতি 
  3. শক্তি ব্যাস 
  4. অর্ধপরিবাহী 
  5. ডােপায়ন 
  6. p - type/n - type অর্ধপরিবাহী 
  7. p – n জংশন 
  8. সম্মুখ ঝোঁক 
  9. জেনার ভােল্টেজ 
  10. ব্রেক ডাউন ভােল্টেজ 
  11. রেকটিফায়ার 
  12. ট্রানজিস্টর 
  13. প্রবাহ বিবর্ধক গুণক 
  14. ট্রানজিস্টরে ইমিটার এবং বেস সমান পরিমাণে ডােপায়িত থাকে না-ব্যাখ্যা কর
  15. তাপমাত্রার পরিবর্তনে অর্ধপরিবাহী এবং পরিবাহীর রােধের ভিন্নতা n-p-n ট্রানজিস্টর, p-n-p এর থেকে বেশি কার্যকর - ব্যাখ্যা কর
  16. p - type অর্ধপরিবাহীতে আধান বাহক হােল ব্যাখ্যা কর
  17. ট্রানজিস্টরে রিভার্স বায়াসিং অবস্থায় বেস কারেন্ট খুব কম হয় কেন 
  18. n - type অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ - কি না ব্যাখ্যা কর
  19. অর্ধ-পরিবাহীকে তাপ দিলে পরিবাহীতে রূপান্তরিত হয় ব্যাখ্যা কর
  20. NAND-কে সার্বজনীন গেট বলা হয় - ব্যাখ্যা কর

Comments