*
জীববিজ্ঞান ১ম পত্র
৭ম অধ্যায় - নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১) পুষ্পপত্র বিন্যাস কী?
উ: মুকুলাবস্থায় বৃত্যংশগুলাে অথবা পাপড়িগুলাে পরস্পরের সাথে কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্প পত্র বিন্যাস।
২) নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে?
উ: ভাস্কুলার উদ্ভিদের মধ্যে যাদের গর্ভাশয় নেই, ফলে বীজ অনাবৃত থাকে তাদের নগ্নবীজী উদ্ভিদ বলে।
৩) রেণুপত্র কী?
উ: Cycas উদ্ভিদের পরিণত কাণ্ডের মাথায় রেণু বহনকারী বিশেষ আকৃতির রূপান্তরিত পত্র বা শঙ্ক সৃষ্টি হয়, এদেরকে স্পােরােফিল বা রেণুপত্র বলে।
৪) জীবন্ত জীবাশ্ম কী?
উ: বর্তমানকালের কোনাে জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনাে জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
৫) সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় কোন উদ্ভিদে?
উ: Cycas উদ্ভিদে সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায়।
৬) পুষ্প প্রতীক কী?
উ: যে প্রতীক চিত্রের সাহায্যে একটি মাতৃঅক্ষের তুলনায় পুষ্পটির বিভিন্ন স্তরের সদস্যের অবস্থান, সংখ্যা, সমসংযােগ, অসমসংযােগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানাে হয় তাই পুষ্প প্রতীক।
৭) পুষ্পপুট কী?
উ: পুষ্পপুট হলাে এমন একটি অবস্থা যখন ফুলের বৃত্তি ও দলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না অর্থাৎ দেখতে একই রকম মনে হয়।
৮) অমরা কী?
উ: ফুলের গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুই হচ্ছে আমরা।
৯) আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?
উ: যে সব উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় এবং ফলের বীজ নির্দিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে।
১০) তেঁড়স কোন গােত্রভুক্ত?
উ: তেঁড়শ Malvaceae গােত্রভুক্ত।
১১) গর্ভপাদপুষ্প কী?
উ: যে পুষ্পে পুষ্পক্ষ বা থ্যালামাস উত্তল বা চ্যাপ্টা থাকে এবং এর শীর্ষে গর্ভাশয়টি অবস্থান করে, অন্যান্য স্তবক গর্ভাশয়ের অপেক্ষাকৃত নিচের দিকে অবস্থান করে তাকে গর্ভপাদপুষ্প বলে।
১২) কোরালয়েড মূল কী?
উ: Cycas এর মূল দেখতে অনেকটা সামুদ্রিক প্রবাল বা কোরালের মতাে বলে এদেরকে কোরালয়েড মূল বলে।
১৩) এস্টিভেশন কী?
উ: মুকুলাবস্থায় বৃত্যংশগুলাে পরস্পরের সাথে কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস।
১৪) রিক্যালসিট্র্যাক্ট বীজ কী?
উ: যে সকল বীজকে শুকালে অঙ্কুরােদগম ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাই হলাে রিক্যালসিট্যান্ট বীজ। যেমন- আম।
১৫) পুষ্প কী?
উ: পুষ্প হলাে উদ্ভিদের বংশরক্ষা ও বংশবিস্তারের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ।
১৬) পুষ্প সংকেত কী?
উ: যে প্রতীকের সাহায্যে একটি মাতৃঅক্ষের তুলনায় এর বিভিন্ন স্তরের পুষ্পষ্পত্রগুলাের অবস্থান, সংখ্যা, সমসংযােগ, অসমসংযােগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানাে হয় তাই পুষ্প প্রতীক।
১৭) ক্যাটকিন কী?
উ: যে পুষ্পবিন্যাসে মঞ্জুরীদণ্ড সরু, লম্বা ও স্থিতিস্থাপক হয় এবং এটি কাণ্ডের শীর্ষ থেকে নিচের দিকে ঝুলে থাকে তাকে ক্যাটকিন বলে।
১৮) পামফার্ন কী?
উ: Cycas উদ্ভিদই হলাে পামফার্ন। এর কাণ্ড ও পাতা দেখতে অনেকটা পামজাতীয় উদ্ভিদ বা ট্রি-ফার্নের কাণ্ড ও পাতার মতাে।
২০) পুষ্পমঞ্জরী কী?
উ: এক বা একাধিক পুষ্প একটি বিশেষ শাখায় বিন্যাস্ত থাকাই হচ্ছে পুষ্পমঞ্জরী।
২১) হাইপােগাইনাস কী?
উ: ফুলের গর্ভাশয়ের অবস্থান সবার উপরে এবং অন্যান্য স্তবক নিচে অবস্থান করাই হলাে হাইপােগাইনাস।
২২) এপিগাইনাস কী?
উ: পুষ্পক্ষের কিনারা বর্ধিত হয়ে পেয়ালার ন্যায় গঠন সৃষ্টি করে। গর্ভাশয়ের উপরে অন্যান্য স্তবক অবস্থান করাই হলাে এপিগাইনাস।
২৩) মাতৃ অক্ষ কী?
উ: যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় তাই মাতৃ অক্ষ।
২৪) অমরাবিন্যাস কী?
উ: গর্ভাশয়ে ডিম্বাণুযুক্ত অমরার সজ্জাবিন্যাসই হলাে অমরা বিন্যাস।
২৫) ট্রাইমেরাস কী?
উ: যে ফুলের প্রতিটি স্তবকের সংখ্যা তিন বা তিনের গুণিতক সে ফুলইটিই হলাে ট্রাইমেরাস ফুল।
২৬) টেট্রামেরাস কী?
উ: যে ফুলের প্রতিটি স্তবকের সংখ্যা চার বা চারের গুণিতক তাই টেট্রামেরাস ফুল। যেমন সরিষা ফুল।
২৭) ক্যাপসুল কী?
উ: যে ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয় তাই ক্যাপসুল। যেমন— সরিষা, মুলা ফল।
২৮) সাইজোকাৰ্প কী?
উ: শুষ্ক অবিদারী ফলই হলাে সাইজোকাৰ্প। যেমন- ধনে।
২৯) একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?
উ: যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে, তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়।
৩০) পত্রবৃন্ত কী?
উ: পত্রবৃন্ত হলাে- পাতার বোঁটা।
৩১) একক পুষ্পবিন্যাস কী?
উ: এটি এক ধরনের নিয়ত পুষ্পবিন্যাস, এক্ষেত্রে শীর্ষমুকুল থেকে একটি মাত্র ফুল উৎপন্ন হয়। যেমন- জবা।
৩২) পেন্টামেরাস কী?
উ: যে ফুলের প্রতিটি স্তবকের সংখ্যা পাঁচ বা পাঁচের গুণিতক তাই পেন্টামেরাস ফুল। যেমন জবা, ধুতুরা ফুল।
Comments
Post a Comment