Skip to main content

কোষ বিভাজন - জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

*

জীববিজ্ঞান ১ম পত্র
 ২য় অধ্যায় - কোষ বিভাজন
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১) মাইটোসিস কী?
উ: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমােসােম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস বলে।

২) ইন্টারফেজ কী?
উ: একটি কোষ পরপর দু’বার বিভক্ত হওয়ার মধ্যবর্তী সময় বা পর্যায়ই হলাে ইন্টারফেজ।

৩) মেটাকাইনেসিস কী?
উ: স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমােসােমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে।

৪) কোষচক্র কী?
উ: একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন-এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষচক্র।

৫) সিন্যাপসিস কাকে বলে?
উ: দুটি হােমােলােগাস ক্রোমােসােমের জোড় বাঁধার প্রক্রিয়াই হলাে সিন্যাপসিস।

৬) ক্রসিং-ওভার কী?
উ: মিয়ােসিস কোষ বিভাজনের প্রথম প্রােফেজে একজোড়া হােমােলােগাস ক্রোমােসােমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিংওভার বলে।

৭) কায়াজমা কী?
উ: দুটি নন-সিস্টার ক্রোমাটিডের ‘X’ আকৃতির জোড়াস্থলকে কায়াজমা বলে।

৮) বাইভ্যালেন্ট কী?
উ: জাইগােটিন উপপর্যায়ে প্রতিটি জোড় বাঁধা ক্রোমােসােম জোড়াকে বাইভ্যালেন্ট বলে।

৯) কোষতত্ত্ব বা Cell Theory কী?
উ: কোষের গঠন ও কাজের উপর ভিত্তি করে কোষ সম্পর্কে যে তত্ত্ব বা Theory উপস্থাপন করা হয় তাকে কোষ তত্ত্ব বা Cell Theory বলে।

১০) ইন্টারকাইনেসিস কাকে বলে?
উ: মিয়ােসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে।

১১) ক্যারিওকাইনেসিস কী?
উ: কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনই হলাে ক্যারিওকাইনেসিস।

১২) সাইটোকাইনেসিস কী?
উ: সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়াই হলাে সাইটোকাইনেসিস।

১৩) সমসংস্থ ক্রোমােসােম কাকে বলে?
উ: যেসব ক্রোমােসােমের আকার, আকৃতি ও জিনের বিন্যাস হুবহু একই রকম হয় তাদেরকে সমসংস্থ ক্রোমােসোেম বলে।

১৪) সেন্ট্রোমিয়ার কাকে বলে?
উ: প্রতিটি ক্রোমােসােমের দুটি বাহু যে নির্দিষ্ট স্থানে সংযুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে।

১৫) মাতৃকোষ কী?
উ: মাতৃকোষ হলাে বিভাজনে অংশগ্রহণকৃত কোষ যা অপতা কোষ সৃষ্টি করে।

১৬) কোষ বিভাজন কী?
উ: যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে।

১৭) প্রান্তীয়করণ কী?
উ: সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যে প্রবল বিকর্ষণের ফলে কায়াজমা ক্রমান্বয়ে ক্রোমােসােমের প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমার এ ধরনের প্রান্তীয় দিকে স্থানান্তরই প্রান্তীয় করণ।

১৮) মিয়ােসিস কোষ বিভাজন কাকে বলে?
উ: যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমােসােম মাত্র একবার বিভক্ত হয় তাকে মিয়ােসিস কোষ বিভাজন বলে।

১৯) হােমােলােগাস ক্রোমোসােম কাকে বলে?
উ: ডিপ্লয়েড জীবে আকার, আকৃতি ক্রোমােমিয়ারের অবস্থান ও সংখ্যা প্রভৃতি দিক হতে দুটি ক্রোমােসােম একই রকম থাকে। এই দুটি ক্রোমােসােমকে একত্রে হােমােলােগাস ক্রোমােসােম 
বলে।

২০) কোন প্রকার কোষ বিভাজন প্রক্রিয়ায় মূল ও কাণ্ড গঠিত হয়?
উ: মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মূল ও কাণ্ড গঠিত হয়।

২১) ইকুয়েটর কী?
উ: স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বিষুবীয় অঞ্চল বলা হয়। 

Comments