Skip to main content

চল তড়িৎ - জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

*

পদার্থবিজ্ঞান ২য় পত্র
৩য় অধ্যায় - চল তড়িৎ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১) আপেক্ষিক রােধ কাকে বলে?
উ: একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনাে পরিবাহীর রােধকে আপেক্ষিক রােধ বলে।

২) কার্শফের ২য় সূত্রটি বিবৃত কর।
উ: কার্শফের দ্বিতীয় সূত্রটি হলাে- কোনাে আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলাের রােধ এবং তাদের আনুসঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ঐ বর্তনীর মােট তড়িচ্চালক বলের সমান হবে। 

৩) তুল্য রােধ কী?
উ: রােধের কোনাে সমবায়ের রােধগুলাের পরিবর্তে যে একটিমাত্র রােধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের কোনাে পরিবর্তন হয় না তাই ঐ সমবায়ের তুল্যরােধ। 

৪) এক অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দাও।
উ: শূন্য মাধ্যমে 1 m দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 x (10)^-7 N বল উৎপন্ন হয় তাই এক অ্যাম্পিয়ার। 

৫) শান্ট কাকে বলে?
উ: সুক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে যাতে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হয়ে যন্ত্রটি বিকল করতে না পারে সেজন্য বিকল্প পথে অতিরিক্ত বিদ্যুৎ পাঠানাের নিমিত্তে যন্ত্রের সাথে সমান্তরাল সমবায়ে প্রয়ােজনীয় নিম্নমানের যে রােধ সংযুক্ত করা হয় তাকে শান্ট বলে।

৬) তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক কাকে বলে?
উ: একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক বলে।

৭) অভ্যন্তরীণ রােধ কী?
উ: কোষের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবাহ যে পরিমাণ বাধাপ্রাপ্ত হয় তাই কোষের অভ্যন্তরীণ রােধ।

৮) রােধের তাপমাত্রা গুণাঙ্ক কাকে বলে?
উ: প্রতি ডিগ্রী সেলিসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য একক রােধসম্পন্ন কোনাে পরিবাহীর রােধের যে পরিবর্তন হয় তাকে উক্ত পরিবাহীর রােধের তাপমাত্রা গুণাঙ্ক বলে।
৯) জুলের ২য় সূত্র (রােধের সূত্র) বিবৃতি কর।
উ: বিদ্যুৎ প্রবাহমাত্রা ও বিদ্যুৎ প্রবাহকাল অপরিবর্তিত থাকলে, পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের জন্য উদ্ভূত তাপ পরিবাহীর রােধের সমানুপাতিক।

১০) জুলের ৩য় সূত্র বিবৃত কর।
উ: বিদ্যুত্বাহী পরিবাহীর রােধ এবং বিদ্যুৎ প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকলে উদ্ভূত তাপ বিদ্যুৎ প্রবাহকালের সমানুপাতিক।

১১) হুইটস্টোন ব্রীজ কাকে বলে?
উ: চারটি রােধ শ্রেণিবদ্ধভাবে সজ্জিত করে একটি আবদ্ধ লুপ তৈরি করলে যে চারটি সংযােগস্থল তৈরি হয়, তার যে কোনাে দুটি বিপরীত সংযােগস্থলের মাঝে একটি বিদ্যুৎ কোষ এবং অপর দুটি সংযােগস্থলের মাঝে গ্যালভানােমিটার সংযােগে যে বর্তনী তৈরি হয় তাকে হুইটস্টোন ব্রিজ বলে। হুইটস্টোন ব্রীজের চার বাহুর রােধ P,Q,R ও S হলে সাম্যাবস্থায় P/Q = R/S
 
১২) জুলের প্রথম সূত্রটি লেখ।
উ: জুলের প্রথম সূত্রটি হলাে- বিদ্যুত্বাহী পরিবাহী রােধ R এবং বিদ্যুৎ প্রবাহকাল t অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক।

১৩) রােধ কাকে বলে?
উ: পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধা প্রদান করে তাকে তার রােধ বলে।

১৪) তড়িচ্চালক বল কাকে বলে?
উ: কোনাে বিদ্যুৎ কোষে রাসায়নিক ক্রিয়ার ফলে তার দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য উৎপন্ন হয় তাকে তার তড়িচ্চালক শক্তি বলে।

১৫) কোষের অভ্যন্তরীণ রােধ কাকে বলে?
উ: একটি বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে কোষের ঋণাত্মক (Negative) প্রান্ত হতে ধনাত্মক (Positive) প্রান্তে ইলেকট্রন যাওয়ার সময় যে বাধা প্রাপ্ত হয়। তাকে অভ্যন্তরীণ রােধ বলে।

১৬) নষ্ট ভােল্ট কাকে বলে?
উ: কোষের অভ্যন্তরীণ রােধের ভেতর দিয়ে প্রবাহ চালনা করার জন্য কিছু ভােল্ট নষ্ট হয় যা বহিঃবর্তনীতে কোনাে কাজে আসে না; একে নষ্ট ভােল্ট বলে।
১৭) কিফের প্রথম সূত্র বিবৃতি কর।
উ: বর্তনীর কোনাে সংযােগ বিন্দুতে মিলিত প্রবাহজনিত মাত্রার বীজগাণিতিক যােগফল শূন্য হয়।

১৮) পােটেনশিওমিটার কাকে বলে?
উ: বিভব পতন পদ্ধতিতে যে যন্ত্রের সাহায্যে ছােট মানের বিভব বৈষম্য ও বিদ্যুচ্চালক শক্তি পরিমাপ করা যায় তাকে পােটেনশিওমিটার বলে।

১৯) ওমের সূত্র বিবৃতি কর।
উ: তাপমাত্রা স্থির থাকলে কোনাে নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা উক্ত পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

২০) মিটার ব্রীজ কাকে বলে?
উ: যে যন্ত্রে এক মিটার লম্বা সুষম প্রস্থচ্ছেদের রােধসম্পন্ন একটি তারকে কাজে লাগিয়ে হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে কোনাে অজানা রােধ নির্ণয় করা হয় তাকে মিটার ব্রীজ বলে।

২১) পােস্ট অফিস বক্স কাকে বলে?
উ: যে রােধ বাক্সের রােধগুলােকে হুইটস্টোন ব্রিজের তিনটি বাহু হিসেবে বিবেচনা করে এর সাহায্যে হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে কোনাে অজানা রােধ নির্ণয় করা হয় তাকে পােস্ট 
অফিস বক্স বলে।

২২) রােধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে?
উ: 0 °C তাপমাত্রার একক রােধের কোনাে পরিবাহীর তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবাহীর রােধের যে বৃদ্ধি ঘটে তাকে ঐ পরিবাহীর উপাদানের উষ্ণতা গুণাঙ্ক বলে।

২৩) কিলােওয়াট-ঘণ্টা কাকে বলে?
উ: এক কিলােওয়াট ক্ষমতা সম্পন্ন কোনাে যন্ত্র এক ঘণ্টা ধরে যে বৈদ্যুতিক শক্তি ব্যয় করে তাকে কিলােওয়াট-ঘণ্টা (kWh) বলে।

২৪) তড়িৎ কোষ কাকে বলে?
উ: যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি হতে তড়িৎ শক্তি উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখা হয়, তাকে তড়িৎ কোষ বলে।
২৫) কিলােওয়াট ঘণ্টা কী?
উ: এক কিলােওয়াট ক্ষমতা সম্পন্ন কোনাে যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয়, তাই কিলােওয়াট-ঘণ্টা।

Comments