*
পদার্থবিজ্ঞান ১ম পত্র
৫ম অধ্যায় - কাজ, শক্তি ও ক্ষমতা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১) ঋণাত্মক কাজ কাকে বলে?
উ: বল প্রয়ােগের ফলে যদি বলের প্রয়ােগ বিন্দু বলের ক্রিয়ার বিপরীত দিকে সরে যায় বা বলের দিকে সরণের ঋণাত্মক উপাংশ থাকে তবে যে কাজ সম্পাদিত হয় তাকে ঋণাত্মক কাজ বলে।।
২) প্রত্যয়নী বল কাকে বলে?
উ: কোনাে স্প্রিংকে দৈর্ঘ্য বরাবর বিকৃত করলে স্থিতিস্থাপক ধর্মের দরুন প্রযুক্ত বলের বিপরীতে যে বলের উদ্ভব হয় তাকে প্রত্যায়নী বল বলে।
৩) স্প্রিং ধ্রুবক কাকে বলে?
উ: কোনাে স্প্রিং-এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়ােগ করে তাকে ঐ স্প্রিং-এর স্প্রিং ধ্রুবক বলে।
৪) কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত কর।
উ: কাজ-শক্তি উপপাদ্যটি হল- কোনাে বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান।
৫) অশ্বক্ষমতা কাকে বলে?
উ: প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্বক্ষমতা বলে।
৬) অসংরক্ষণশীল বল কাকে বলে?
উ: কোনাে বস্তুকে বলের প্রভাবে যেকোনাে পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে যদি মােট কাজের পরিমাণ শূন্য না হয় তবে ঐ বলকে অসংরক্ষণশীল বল বলে।
৭) কর্মদক্ষতা কাকে বলে?
উ: কোনাে ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মােট কার্যকর শক্তি এবং ব্যবস্থায় বা যন্ত্রে প্রদত্ত মােট শক্তির অনুপাতকে ঐ ব্যবস্থার বা যন্ত্রের কর্মদক্ষতা বলে।
৮) ক্ষমতা কাকে বলে?
উ: কোনাে একটি উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময়ের কৃত কাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়।
৯) কর্মদক্ষতা কাকে বলে?
উ: কোনাে যন্ত্রে সরবরাহকৃত শক্তি এবং কাজে পরিণত হওয়ার শক্তিকে কর্মক্ষমতা বলে।
৯) যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কাকে বলে?
উ: ঘর্ষণ বা অন্য কোনাে অপচয়ী বলের (dissipative force-এর) ক্রিয়ায় যদি কোনাে শক্তির অপচয় না ঘটে তবে কোনাে বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যােগফল সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ বস্তুটির মােট যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে- একেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলে।
১০) সংরক্ষণশীল বল কী?
উ: যে বল কোনাে বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যেকোনাে পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে।
১১) কিলােওয়াট-ঘন্টা কী?
উ: এক কিলােওয়াট ক্ষমতা সম্পন্ন কোনাে যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয়, তাকে কিলােওয়াট-ঘণ্টা বলে।
১২) বলের দ্বারা কাজ কী?
উ: কোনাে বস্তুর উপর বল প্রয়ােগের ফলে যদি প্রয়ােগ বিন্দুর সরণ বলের অভিমুখে ঘটে তবে কৃতকাজকে বলের দ্বারা কাজ বলে।
১৩) যান্ত্রিক শক্তি কাকে বলে?
উ: কোনাে বস্তুর অবস্থান ও গতির কারণে এর মধ্যে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে।
১৪) কাজ কাকে বলে?
উ: কোনাে বস্তুর ওপর বল প্রয়ােগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে
১৫) কাজের একক কী?
উ: কাজের একক নিউটন-মিটার বা জুল।
১৬) শক্তি কাকে বলে?
উ: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
১৭) স্থিতিস্থাপক বল কাকে বলে?
উ: স্থিতিস্থাপক সীমার মধ্যে বাইরে থেকে বল প্রয়ােগে কোনাে বস্তুর আকার পরিবর্তন ঘটালে বল অপসারণ করলে যে বলের কারণে তা আবার পূর্বের আকার ফিরে পায় তাকে স্থিতিস্থাপক বল বলে। ১৮) ধনাত্মক কাজ কাকে বলে?
উ: বলের দ্বারা কৃত কাজকে ধনাত্মক কাজ বলে।
১৯) কাজহীন বল কাকে বলে?
উ: বস্তুর সরণের লম্বদিকে ক্রিয়াশীল বল বস্তুর সরণের সময় কোনাে কাজ করে না। এ ধরনের বলকে কাজহীন বল বলে।
২০) অভিকর্ষ বল কাকে বলে?
উ: ভূপৃষ্ঠের ওপর বা নিকটে অবস্থিত প্রতিটি বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। ২১) গতিশক্তি কাকে বলে?
উ: কোনাে গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুটির গতিশক্তি বলে।
২২) স্থিতিশক্তি কাকে বলে?
উ: বস্তু তার অবস্থানের কারণে যে শক্তি অর্জন করে অথবা বস্তুস্থিত কণাসমূহের পারস্পরিক অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে তাকে বস্তুর স্থিতিশক্তি বলে।
২৩) ক্ষমতার একক কী?
উ: ক্ষমতার একক জুল/সে (j/s)
২৪) 1 ওয়াট কাকে বলে?
উ: এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে।
Comments
Post a Comment