Skip to main content

পর্যাবৃত্তিক গতি - জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

*

পদার্থবিজ্ঞান ১ম পত্র
৮ম অধ্যায় - পর্যাবৃত্তিক গতি
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১) পর্যায়বৃত্ত গতি কাকে বলে? 
উ: কোনাে গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনাে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।

২) সরল ছন্দিত গতি কী? 
উ: যদি কোনাে বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট একটি বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ঐ বিন্দু অভিমুখী হয়, তাহলে বস্তুর গতিকে সরল ছন্দিত গতি বলে।

৩) পর্যায়কাল কাকে বলে? 
উ: পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনাে কণা যে নির্দিষ্ট সময় পরপর কোনাে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে।

৪) সেকেন্ড দোলক কাকে বলে? 
উ: যে দোলকের দোলনকাল দুই সেকেন্ড অর্থাৎ যে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে এক সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে।

৫) স্পর্শীয় ত্বরণ কাকে বলে? 
উ: অসম বৃত্তাকার গতির ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণের সাথে যে ত্বরণ থাকে তাকে স্পর্শীয় ত্বরণ বলে।

৬) সরল দোলন গতি কী? 
উ: একটি ভারী আয়তনহীন বস্তুকে কোও দৃঢ় অবলম্বন থেকে ওজনহীন, নমনীয়, পাকহীন অপ্রসারণশীল সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে বস্তুটি যদি সরলছন্দিত গতিতে দুলতে পারে তবে সেটিই 
সরল দোলন গতি।
৭) কৌণিক বিস্তার কাকে বলে? 
উ: দোলনের সময় দোলক যেকোনাে একদিকে সাম্যাবস্থান হতে সর্বোচ্চ যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে এর কৌণিক বিস্তার বলে।

৮) দশা কাকে বলে? 
উ: কম্পমান বস্তুর যেকোনাে মুহূর্তে গতির অবস্থা, অবস্থান ও দিক যা দ্বারা বুঝানাে হয়, তাকে দশা বলে।

৯) কালিক পর্যায়ক্রম কী? 
উ: পর্যায়বৃত্তির পর্যায়কাল যদি একটি নির্দিষ্ট সময় সাপেক্ষ্যে হয় তবে তাকে কালিক পর্যায়ক্রম বলে অর্থাৎ কালিক পর্যায়ক্রম হলাে সেই সকল ঘটনা যা একটি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে। 

১০) স্প্রিং বল কী?
উ: স্প্রিং এর একটা প্রান্ত কোনাে কিছুর সাথে আটকানাে থাকলে,অপর মুক্ত প্রান্তে বল প্রয়ােগ করে সরণ ঘটালে, সরণের বিপরীত দিকে স্প্রিংটি প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রয়ােগ করে তাই স্প্রিং বল।

১১) স্থানিক পর্যায়ক্রম কাকে বলে?
উ: পর্যায়বৃত্তির পর্যায়কাল যদি স্থান সাপেক্ষ হয়, তবে তাকে স্থানিক পর্যায়ক্রম বলে।

১২) সরল ছন্দিত গতি কাকে বলে?
উ: কোনাে পর্যায় গতিসম্পন্ন বস্তুকণার উপর কার্যকর ত্বরণ (কার্যকর প্রত্যায়নী বল) যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে তার মান ঐ বিন্দু হতে বস্তুর সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়, তখন সে বস্তুকণার গতিকে সরল ছন্দিত গতি বলে।

১৩) কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? উ: সরল ছন্দিত স্পন্দনসম্পন্ন কোনাে কণা একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক কম্পাঙ্ক বলে।
১৪) স্পন্দন গতি কাকে বলে?
উ: পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনাে বস্তুর গতি যদি এমন হয় যে, পর্যায়কালের অর্ধেক সময় কোনাে নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে বস্তুর ওই গতিকে স্পন্দন গতি বলে।

১৫) সরল দোলক কাকে বলে?
উ: একটি ছােট ভারী বস্তু পিণ্ডকে একটি ওজনবিহীন, অপ্রসারণীয় এবং নমনীয় সুতার সাহায্যে একটি দৃঢ় অবলম্বনে ঝুলিয়ে দেওয়ায় তা বিনা বাধায় এদিক-ওদিক দোলে, তবে সুতা সমেত পিণ্ডটিকে সরল দোলক বলে।

১৬) পূর্ণ দোলন কী?
উ: কোনাে একটি সরল দোলকের দোলক পিণ্ড তার গতিপথের যে কোনাে বিন্দু হতে যাত্রা শুরু করে দুই প্রান্ত অবধি যেয়ে পুনরায় সেই বিন্দুতে ফিরে এলে একটি পূর্ণ দোলন হয়।

১৭) কম্পাঙ্ক কাকে বলে?
উ: কোনাে একটি সরল দোলকের দোলক পিণ্ড এক সেকেন্ডে যতবার পূর্ণ দোলন দেয়, তাকে কম্পাঙ্ক বা কম্পনি বলে। 

১৮) বিস্তার কাকে বলে?
উ: দুলবার সময় কোনাে একটি সরল দোলকের দোলক পিণ্ড সাম্যাবস্থা হতে সর্বাপেক্ষা যতটা বেশি দূরে যায় তাকে তার বিস্তার বলে। 

Comments