Skip to main content

আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব - জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

*

পদার্থবিজ্ঞান ১ম পত্র
১০ম অধ্যায় - আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১) আদর্শ গ্যাস কী?
উ: যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।

২) গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র বিবৃত কর। 
উ: গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্রটি হলাে- নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

৩) মােল কী? 
উ: কোনাে পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023×1023 টি পরমাণু, অণু বা আয়ন থাকে সেই। পরিমাণকে ঐ পদার্থের মােল বলা হয়। 

৪) সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? 
উ: কোনাে নির্দিষ্ট তাপমাত্রায় কোনাে আবদ্ধ স্থানের বাষ্প সর্বাধিক যে চাপ দিতে পারে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে।

৫) শিশিরাঙ্ক কাকে বলে? 
উ: যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে ঐ বায়ুর শিশিরাঙ্ক বলে।

৬) মূল গড় বর্গ বেগ কী? 
উ: কোনাে গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে মূল গড় বর্গ বেগ বলে।

৭) আপেক্ষিক আর্দ্রতা কী? 
উ: কোনাে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং সেই একই তাপমাত্রায় সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়ােজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাত হলাে সেই স্থানের আপেক্ষিক আর্দ্রতা।
৮) সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? 
উ: এক মােল আদর্শ গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি বাড়ালে তা যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে।

৯) পরম আদ্রতা কাকে বলে? 
উ: বায়ুর প্রতি একক আয়তনে জলীয় বাষ্পের ভরকে ঐ স্থানের পরম আর্দ্রতা বলে।

১০) স্বাধীনতার মাত্রা কী? 
উ: কোনাে গতিশীল সংস্থার অবস্থা বা অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশের জন্য যতগুলাে স্থানাঙ্কের প্রয়ােজন হয় তাকে ঐ গতিশীল সংস্থার স্বাধীনতার মাত্রা বলে। 

১১) শক্তির সমবিভাজন নীতিটি বিবৃত কর। 
উ: শক্তির সমবিভাজন নীতিটি হলাে- তাপীয় সাম্যাবস্থায় আছে এমন গতীয় সিস্টেমের মােট সক্তি স্বাধীনতার মাত্রার ভেতর সমভাবে বণ্টিত হয় এবং প্রত্যেক স্বাধীনতার মাথাপিছু শক্তির পরিমাণ হয় 1/2(KT)

১২) মৌলিক স্বীকার্য কাকে বলে? 
উ: গ্যাসের অণুর গতিতত্ত্ব সুপ্রতিষ্ঠিত করার জন্য কতকগুলাে পূর্ব শর্তকে মৌলিক স্বীকার্য বলে। 

১৩) পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? 
উ: যে তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়, যার নিচে কোনাে তাপমাত্রা থাকা সম্ভব নয় সে সর্বনিম্ন কল্পনাযােগ্য তাপমাত্রাই পরমশূন্য তাপমাত্রা। 

১৪) তাপ কাকে বলে?
উ: তাপ এক প্রকার শক্তি যা গরম বা উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপমাত্রার পার্থক্যের কারণে সঞ্চালিত হয়।
১৫) গ্যাসের ক্ষেত্রে চার্লস-এর সূত্র বিবৃতি কর।
উ: স্থির চাপে কোনাে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য এর 0°C তাপমাত্রার আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ পরিবর্তিত হয়। 

১৬) গড় বর্গ বেগ কাকে বলে?
উ: দুই বা ততােধিক বেগের বর্গের গড় মানকে গড় বর্গ বেগ বলে। 

১৭) প্রমাণ চাপ কাকে বলে?
উ: সমুদ্রপৃষ্ঠে 450 অক্ষাংশে 273 K তাপমাত্রায় উল্লম্বভাবে অবস্থিত 760 mm উচ্চতাবিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলে। 

১৮) প্রমাণ তাপমাত্রা কাকে বলে?
উ: যে তাপমাত্রায় প্রমাণ চাপে অর্থাৎ 760 mm পারদ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। 

১৯) বাষ্পচাপ কাকে বলে?
উ: তরল থেকে নির্গত বাষ্প আধারের গায়ে যে চাপ প্রয়ােগ করে তাকে বাষ্পচাপ বলে।

২০) বায়ুচাপ কাকে বলে?
উ: বায়ুতে অণুসমূহ অবিরত ইতস্তত ছুটাছুটি করার ফলে পাত্রের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়ােগ করে তাকে বায়ুচাপ বলে। 

২১) এক বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে? 
উ: 0°C তাপমাত্রায় 45°C অক্ষাংশে সমুদ্র সমতলে যে পরিমাণ বায়ুচাপ 760 mm পারদস্তম্ভের চাপের সমান হয়, তাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা এক বায়ুচাপ (1 atm) বলে। 

২২) অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?
উ: কোনাে নির্দিষ্ট তাপমাত্রায় কোনাে আবদ্ধ স্থানের বাষ্প যে সর্বাধিক বাষ্পচাপ অপেক্ষা কম চাপ প্রয়ােগ করে তবে তাকে অসম্পৃক্ত বাষ্প চাপ বলে। 

Comments