Skip to main content

নিউটনিয়ান বলবিদ্যা - জ্ঞান ও অনুধাবনের গুরুত্বপূর্ণ টপিক

*

পদার্থবিজ্ঞান ১ম পত্র
৪র্থ অধ্যায় - নিউটনিয়ান বলবিদ্যা
জ্ঞান ও অনুধাবনের কিছু গুরুত্বপূর্ণ টপিক/প্রশ্ন

  1. টর্ক 
  2. ঘাতবল ও বলের ঘাত 
  3. মহাকর্ষীয় বল 
  4. কেন্দ্রদ্বিমুখী বল 
  5. জড় প্রসঙ্গ কাঠামাে 
  6. নিউটনের মহাকর্ষ সূত্র 
  7. প্রত্যায়ণী বল 
  8. বল ধ্রুবক 
  9. কৌণিক ভরবেগ 
  10. চক্রগতির ব্যাসার্ধ 
  11. বলের ভ্রামক 
  12. জড়তার ভ্রামক 
  13. ভরবেগের সংরক্ষণ 
  14. সূত্র 
  15. ব্যাংকিং কোণ 
  16. সংরক্ষণশীল/অসংরক্ষণশীল বল। 
  17. 1 পাউন্ডাল কাকে বলে / বলতে কি বুঝ? 
  18. ঘূর্ণন পাতির ক্ষেত্রের জড়তার ভ্রামক বস্তুর ভরের সমতুল্য। 
  19. ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল 
  20. সমান ভরের বস্তুর মাঝে স্থিতিস্থাপক সংঘর্ষে বেগ বিনিময় হয় 
  21. অভিকর্ষ হল মহাকর্ষের বিশেষায়িত একটি রূপ। 
  22. অভিকর্ষ বল সংরক্ষণশীল বল 
  23. রাস্তার ভিতরের প্রান্ত হতে বাইরের প্রান্ত উঁচু হওয়ার কারণ 
  24. বৃত্তাকার রাস্তায় বাঁক নিলে হেলতে হয় কেন? 
  25. গড়বেগ শূন্য হলেও গড়তি শূন্য নয়। 
  26. দরজার হাতল প্রান্তে রাখা হয় কেন? 
  27. একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনাে বস্তুর জড়তার ভ্রামক এর কৌণিক ভরবেগের সমান। 

Comments